নিতি নিত্য
হাকিকুর রহমান
-------------
নিতি নিত্যে, বিমোহ চিত্তে
ভাবনায় সুরাসুর
সেযে কংস, করে ধ্বংস
বেদনায় ভরপুর।
বাহি অলক্ষ্যে, হেরি সমক্ষ্যে
নিজেরি কৃতকর্ম
ধারনা কস্য, বাড়ে রহস্য
বুকেতে বিধে বর্ম।
করিয়া ভক্তি, ছাড়ি আসক্তি
বিবেকের তাড়নায়
ভাবিয়া খুদ্রা, রহেনা নিদ্রা
জঠরের যাতনায়।
রহি বিমগ্ন, নহি কৃতঘ্ন
স্রষ্টার কৃপাতে
কহি উদ্ভাসে, ডরি সন্ত্রাসে
খন্ডিত নৃপাতে।
হাকিকুর রহমান
-------------
নিতি নিত্যে, বিমোহ চিত্তে
ভাবনায় সুরাসুর
সেযে কংস, করে ধ্বংস
বেদনায় ভরপুর।
বাহি অলক্ষ্যে, হেরি সমক্ষ্যে
নিজেরি কৃতকর্ম
ধারনা কস্য, বাড়ে রহস্য
বুকেতে বিধে বর্ম।
করিয়া ভক্তি, ছাড়ি আসক্তি
বিবেকের তাড়নায়
ভাবিয়া খুদ্রা, রহেনা নিদ্রা
জঠরের যাতনায়।
রহি বিমগ্ন, নহি কৃতঘ্ন
স্রষ্টার কৃপাতে
কহি উদ্ভাসে, ডরি সন্ত্রাসে
খন্ডিত নৃপাতে।
No comments:
Post a Comment