Saturday, September 14, 2019


বিশ্বাস
হাকিকুর রহমান

বিশ্বাস আর অবিশ্বাস যখন
মিলেমিশে হয় একাকার
অবিশ্বাসকে মূল্য দিতে
বিশ্বাসকে মেনে নিতে হয় হার।
বিশ্বাসকে ভরসা করে
জীবনের পথে দিয়েছিনু পাড়ি
জীবনের এই ক্রান্তিকালে
অবিশ্বাসকে নিয়ে কতইনা বাড়িবাড়ি।
চেনা পথগুলো আঁধারে মিলায়
অবিশ্বাসের ছায়ায়
তবু চলা পথে যেনো কোন মতে
বিশ্বাসেরি মায়ায়।

No comments:

Post a Comment