Saturday, September 14, 2019


মোনাজাত
হাকিকুর রহমান

সারাদিনমান ধরি, তাঁহারেই শুধু স্মরি।
জাগরনে- শয়নে, তাঁহারেই করি মনে।
প্রভাতে, দুপুরে, বিকালে, সাঁঝে ও রাতে
তাঁহারই কৃপা মাগি, প্রতি মোনাজাতে।
ওগো দয়াময়, করোহে মোরে উদ্ধার
তুমি ছাড়া ভবে, কে করিবে মোরে পার।
সারা জীবনে, করেছি আমি যতো পাপ
ক্ষমা করে দাও, করি তার অনুতাপ।

No comments:

Post a Comment