Thursday, September 12, 2019

ফাগুনের ক্ষণ
হাকিকুর রহমান

ঝিরিঝিরি বাতাসে লাগেযে দোলা
দখিনের জানালা রয়েছে খোলা
মিটিমিটি জ্বলে ঐ আকাশে তারা
মন তাই আজ হলো বাঁধনহারা
এলোমেলো ভাবনায় ভরে গেলো মন
আনমনা ইশারায় অচেনা ভুবন
পবনেরো নাওখানি ভাসিয়ে দিয়ে
ফাগুনেরো এইক্ষন রাঙিয়ে নিয়ে
আলো আর আঁধারির চলিছে খেলা
এভাবেই কেটে যায় সারাটা বেলা।

No comments:

Post a Comment