Sunday, September 22, 2019


অব্যক্ত কথন
হাকিকুর রহমান

কস্মিনকালেও দেখে নাই কেহ, এরুপ আচরন
বিধ্বংসী মনোভাব যেমন, ভাষাও অনুরুপ, হার মানে সকল ব্যাকরণ।
পরিত্রান নাই ইহা থেকে, গলদঘর্ম হতে হয় সর্বক্ষন
মাত্রা ছাড়ানো দুর্ব্যবহার, মানেনা তাহা কোন দিনক্ষন।
যখন তখন গালমন্দ, দেখেনা স্থান-কাল-পাত্র
এমনি মুখের বুলি, শুনে জ্বলে যায় সারা গাত্র।
শুরু হলে থামাথামি নাই, চলে মুখ, হাত আর পা একসাথে
বড়ই জটিল পরিস্থিতি, গত্যন্তর দেখিনা কোন আর প্রতি পাতে।
(মন্তব্য নিষ্প্রয়োজন)

No comments:

Post a Comment