তটিনীর তটে
হাকিকুর রহমান
=========
তটিনীর তটে
আছি দাঁড়িয়ে
তরীটি থামবে কখন তটে
কান্ডারী বিহীন
তরীটি আমার
দৃশ্যমান নয় এখনও বটে
ভেবে হই সারা
দেখে ভবধারা
ঘটমান হয় সব দৃশ্যপটে।
নিজেই তবে
চালনা করিতে হবে
নিজের তরীটি তাই
সুমুখের পথে
যেতে হবে স্বগতিতে
আর কোন ক্লান্তি নাই।
No comments:
Post a Comment