অগ্রহায়ণের বার্তা
হাকিকুর রহমান
প্রান্তরেরই গান
আমার সবুজ পাতার গান
দুপুর বেলা নদীর ঘাটে
রাখালীয়া বাঁশির সুরে
জুড়িয়ে গেলো প্রান।
ডাহুক ডাকা সকাল বেলা
শিশুরা সব করছে খেলা
কৃষকেরা উঠছে মেতে
তুলতে ঘরে নবান্নেরি ধান।
শান বাঁধানো পুকুর ঘাটে
গাঁয়ের বঁধু যায়যে হেটে
ভোরে আলোর ঝলকানিতে
ভরে আছে সোদা ঘাসের ঘ্রান।
No comments:
Post a Comment