Sunday, September 22, 2019


অগ্রহায়ণের বার্তা
হাকিকুর রহমান

প্রান্তরেরই গান
আমার সবুজ পাতার গান
দুপুর বেলা নদীর ঘাটে
রাখালীয়া বাঁশির সুরে
জুড়িয়ে গেলো প্রান।
ডাহুক ডাকা সকাল বেলা
শিশুরা সব করছে খেলা
কৃষকেরা উঠছে মেতে
তুলতে ঘরে নবান্নেরি ধান।
শান বাঁধানো পুকুর ঘাটে
গাঁয়ের বঁধু যায়যে হেটে
ভোরে আলোর ঝলকানিতে
ভরে আছে সোদা ঘাসের ঘ্রান।

No comments:

Post a Comment