Sunday, September 22, 2019


ঝরে পড়া তারা
হাকিকুর রহমান

এতো তারার ভীড়ে একটি তারা
খসে পড়লে
কারও কিছু আসে যায়না
আকাশের নীড়ে কতো পাখি উড়ে
একটি পাখি
হারিয়ে গেলে, কেউ তার খোঁজ পায়না।
পৃথিবীতে তেমনি অগনিত তারা
ফুটছে প্রতি বছর
যত্নের অভাবে পড়ছে ঝরে
রাখছেনা কেউ কোন খবর।
এই ঝরে পড়া তারাগুলোকে যদি
ঠিকমতো লালন করা যেতো
পৃথিবীটা তাহলে হতো আরও মধুময়
কেউ হতোনা বেদনাহত।
এমনি দিন কি আসবে কখনো, যে
ঐ তারারা আর ঝরবেনা
ঝরার আগেই তাদের লালন করলে
পৃথিবীতে কেউ আর অসুখী থাকবে না।

No comments:

Post a Comment