Sunday, September 22, 2019


শীতের সকাল
হাকিকুর রহমান

বিলের জলে শাপলা, শালুক
কাঁদায় থাকে শামুক, ঝিনুক
ডাহুক ছানা করে হাঁ
দেয়যে খাবার খাইয়ে মা
ফড়িং উড়ে চারিদিকে
ঘড়িয়াল বেরোয় গর্ত থেকে
মাছের পোনার খেলা চলে
নীবিড় কালো বিলের জলে
হিমেল বাতাস করছে খেলা
এমনি করে যায়যে বেলা।

No comments:

Post a Comment