Friday, February 7, 2020

অনুধাবন
হাকিকুর রহমান

খাঁচার পাখিটার মনে বড়ই মান,
খাঁচাটাকে মনে করে সে এক পুস্পক উদ্যান।
মনের আকুলতায় সে, আকাশের পানে চায়-
অন্য কোন প্রাণীকে করেনা গন্য,
নিজমনে কিযে সুরে গেয়ে যায়।
একদা খাঁচার দ্বারটি বন্ধ করা হয়নি ভুলে-
বেরুলো খাঁচা থেকে সে অতি দম্ভে,
চাহিলো উড়িতে ভঙ্গুর পাখাদু'টি তুলে।
কৈ, উড়াতো হলোনা কোন স্বাচ্ছন্দে-
চিনিতে চাহিলোনা অন্যেরা তাহারে,
পড়িলো সে বিষম দ্বন্দ্বে।
অতঃপর, কোনক্রমে খাঁচাতে ফিরিয়া,
দুয়ারে দিলো সে খিল-
জীবনটা দূর হতে দেখা যত সহজ,
কাছে থেকে অনুভব করা তত মুস্কিল।

No comments:

Post a Comment