আবহমান
হাকিকুর রহমান
কেটে যাবে ঘনঘোর,
কেটে যাবে আঁধার-
উঠবে নতুন সূর্য,
আসবে নতুন সকাল-
থেমে থাকেনাকো পৃথিবী,
সেতো অবিরাম ঘূর্ণায়মান তার অক্ষে-
প্রলয়, বন্যা, খরা, শৈত্য প্রবাহ-
কিছুই তার গতিপথ থেকে সরাতে পারেনা,
কারণ, সে জানে এটাই অমোঘ নীতি।
তেমনি, থেমে থাকেনা জীবন-
সেতো আবহমান,
সে যে বয়ে চলে মহাকালের সাক্ষী হয়ে।
হাকিকুর রহমান
কেটে যাবে ঘনঘোর,
কেটে যাবে আঁধার-
উঠবে নতুন সূর্য,
আসবে নতুন সকাল-
থেমে থাকেনাকো পৃথিবী,
সেতো অবিরাম ঘূর্ণায়মান তার অক্ষে-
প্রলয়, বন্যা, খরা, শৈত্য প্রবাহ-
কিছুই তার গতিপথ থেকে সরাতে পারেনা,
কারণ, সে জানে এটাই অমোঘ নীতি।
তেমনি, থেমে থাকেনা জীবন-
সেতো আবহমান,
সে যে বয়ে চলে মহাকালের সাক্ষী হয়ে।
No comments:
Post a Comment