Tuesday, February 25, 2020

প্রাণ
হাকিকুর রহমান

ব্যাধের শরের আঘাতে,
মাটিতে লুটালো,
ছোট্ট এক পক্ষী-
গাছেতে গাছেতে গাহিতো সে,
ডালেতে ডালেতে নাচিতো সে,
ছিলোতো সে অতি লক্ষী।
এক্ষণে,
মৃতপ্রায় হয়ে রয়েছে গগনের পানে চেয়ে-
সুদৃশ্য আঁখিদুটি হতে ঝরিছে যে জল বেয়ে।
হায়রে মানব!
ঐ ছোট্ট পক্ষী,
করেছিলো কিসে ভুল?
নিজের সামান্য আনন্দের তরে,
তাকে করে দিলে নির্মূল!
ভাবিয়া দেখেছোকি,
যতই ক্ষুদ্র হোক,
দিতে পারিবেকি ঐ প্রাণের মূল্য?
প্রাণ, সেতো বিধাতা সৃষ্ট,
সকলের কাছে তাহা অতুল্য।

No comments:

Post a Comment