আবহমান
হাকিকুর রহমান
ছায়া সুনিবিড় শান্তির নীড়
এই যে আমার গাঁ,
সবুজ মাঠে ঢেউ খেলানো
বয়ে যায় দখীনা।
মাঠে মাঠে ভরে আছে
সোনা রঙের ধান,
রাখাল ছেলে ছায়ায় বসে
সুর ধরে গায় গান।
কুলু কুলু বহে নদী
নৌকা বাঁধা ঘাটে,
খোকা-খুকু রয় যে মেতে
রঙ ছড়ানো হাটে।
শান বাঁধানো দীঘির জলে
ফুটে পদ্ম ফুল,
গাঁয়ের বঁধুর কানে ঝুলে
ঝুমকোলতার দুল।
হৃদয়খানি রইল পড়ে
জোনাক জ্বলা রাতে,
প্রাণ জাগানো আশায় থাকি
তাইতো নতুন প্রাতে।
হাকিকুর রহমান
ছায়া সুনিবিড় শান্তির নীড়
এই যে আমার গাঁ,
সবুজ মাঠে ঢেউ খেলানো
বয়ে যায় দখীনা।
মাঠে মাঠে ভরে আছে
সোনা রঙের ধান,
রাখাল ছেলে ছায়ায় বসে
সুর ধরে গায় গান।
কুলু কুলু বহে নদী
নৌকা বাঁধা ঘাটে,
খোকা-খুকু রয় যে মেতে
রঙ ছড়ানো হাটে।
শান বাঁধানো দীঘির জলে
ফুটে পদ্ম ফুল,
গাঁয়ের বঁধুর কানে ঝুলে
ঝুমকোলতার দুল।
হৃদয়খানি রইল পড়ে
জোনাক জ্বলা রাতে,
প্রাণ জাগানো আশায় থাকি
তাইতো নতুন প্রাতে।
No comments:
Post a Comment