Tuesday, February 25, 2020

অভিসার
হাকিকুর রহমান

কে যায় অভিসারে, মাধুরী কুঞ্জবিহারে,
প্রণয়ের শিখা জ্বলিছে সেথায়
কোন মহারথী গাহিছে কোথায়
নূপুর ঝংকারে বাজিল নিনাদ, অবারিত হৃদ মাঝারে।
জাগিল বিভাবরী, চিত্ত নিল হরি,
শুক্লাতিথির মাহেন্দ্রক্ষণে
বকুলতলাতে অতি নিরজনে
কহিল সঞ্চিত হৃদয়ের কথা, অবিচ্ছেদ্যভাবে ধরি।

No comments:

Post a Comment