Friday, February 7, 2020

চন্দ্রমল্লিকা
হাকিকুর রহমান

চন্দ্রমল্লিকাকে দেখবো বলে,
বসেছিলাম কানন তলে-
কেমন করে কাটলো বেলা,
কোন কিছু নাহি বলে।।
জোসনা ভরা আকাশটাকে দেখবো বলে
বসেছিলাম হৃদয় খুলে-
মেঘেরা সব দিল ঢেকে,
হয়নি দেখা চোখের ভুলে।
জোয়ার-ভাঁটা দেখবো বলে,
বসেছিলাম সাগর বেলায়-
কান্না-হাসির মেলাটাযে মিশলো সেথা,
ভাবিনিকো কোন সে খেলায়।
পায়ের চিহ্ন দেখবো বলে,
বসেছিলাম পথের মাঝে-
পেলাম নাতো রেখা কিছুর,
দিন ফুরালো আঁধার সাঁঝে।

No comments:

Post a Comment