Tuesday, February 25, 2020

ছড়াঃ অভিমান
হাকিকুর রহমান

কানা মাছি ভোঁ ভোঁ
কারে ছুবি ছো,
মান করেছে খেকশেয়ালী
সবাইকে কয় "নো"।
ডাকবে না আর ঘড়ি ধরে
গাইবে না আর সুরে,
থাকবে এখন বাঁশবাগানে
এখান থেকে দূরে।
অন্য সবাই ডাকলে পরে
ডাকতে হবে কেনো,
ডাকার মাঝে নেই কোন ভাব
কেমন যেনো তেনো।
সবাই কেমন বেসুরো গায়
লাগেনা আর ভালো,
আঁধার ঘেরা বাঁশের ঝাঁড়ে
সাদাও লাগে কালো।

No comments:

Post a Comment