গোলক ধাঁধা
হাকিকুর রহমান
"শঠে শাঠ্যং সমাচারেৎ",
ইহা কিসের অশনি সংকেত!
মনুষ্য প্রজাতির মুখোশধারীদের চতুর্দিকে গমনাগমন,
সমাজের গহ্বরে নষ্ট কীটের সংক্রমণ।
'লাল ফিতা'র দৌরাত্ম্য বাড়িয়াছে যত্রতত্র,
মেজ-এর বিপরীত দিকে লোভাতুর দু'টি হস্ত।
"সাধু বেশে পাকা চোর অতিশয়",
পারঙ্গম নহি আর, হনু পুত্তলী মৃন্ময়।
হাকিকুর রহমান
"শঠে শাঠ্যং সমাচারেৎ",
ইহা কিসের অশনি সংকেত!
মনুষ্য প্রজাতির মুখোশধারীদের চতুর্দিকে গমনাগমন,
সমাজের গহ্বরে নষ্ট কীটের সংক্রমণ।
'লাল ফিতা'র দৌরাত্ম্য বাড়িয়াছে যত্রতত্র,
মেজ-এর বিপরীত দিকে লোভাতুর দু'টি হস্ত।
"সাধু বেশে পাকা চোর অতিশয়",
পারঙ্গম নহি আর, হনু পুত্তলী মৃন্ময়।
No comments:
Post a Comment