Friday, February 7, 2020

নিয়তি
হাকিকুর রহমান

জেগে রই, জেগে রই-
সন্ধ্যাতারা যখন ক্লান্ত হয়ে পচিমে ঢলে,
আর নিভু নিভু জ্বলে,
তাদের সাথে অস্ফুট স্বরে কথা কই-
জেগে রই, জেগে রই।।
হায়রে নিয়তি!
কিযে বিষবৃক্ষ বুনেছিনু অশেষ যতন করে-
আর তাই কাল হয়ে কন্ঠে ঝুলে অনাদিকাল ধরে।
যদিও রাহু গ্রাস করেছে সকলই,
তবু হেরে যাবার তরে আমিতো নই-
জেগে রই, জেগে রই।।
হায়রে নিঠুর নিয়তি!!
প্রলুদ্ধতার কবলে পড়েছিনু ক্ষণিকের তরে-
তাই শনি হয়ে দেখা দিলো, আর বিষন্নতায় গেলো ভরে।
তবুও শিহরিত চরণে চলি,
নাওয়ের গলুইয়ে স্তব্ধ দাঁড়িয়ে ভাবনার দাঁড় বই-
জেগে রই, জেগে রই।।

No comments:

Post a Comment