নদীপাড়ের জীবন
হাকিকুর রহমান
একুল ভাঙ্গে ওকুল গড়ে
এইতো নদীর খেলা
ভাঙ্গা গড়ার এই খেলাযে
চলছে সারা বেলা।
নদীপাড়ের জীবন যাদের
অনেক ত্যাগের ভুবন তাদের।
তবুও তারা যুদ্ধ করে
এই জীবনের পরিসরে।
নদীর সাথে তাল মিলিয়ে
এই জীবনের খেলা
ভাঙ্গা গড়ার এই খেলাযে
চলছে সারা বেলা।
হাকিকুর রহমান
একুল ভাঙ্গে ওকুল গড়ে
এইতো নদীর খেলা
ভাঙ্গা গড়ার এই খেলাযে
চলছে সারা বেলা।
নদীপাড়ের জীবন যাদের
অনেক ত্যাগের ভুবন তাদের।
তবুও তারা যুদ্ধ করে
এই জীবনের পরিসরে।
নদীর সাথে তাল মিলিয়ে
এই জীবনের খেলা
ভাঙ্গা গড়ার এই খেলাযে
চলছে সারা বেলা।
No comments:
Post a Comment