পরিত্রাণ
হাকিকুর রহমান
অরণ্য ফুকারি কহে, ওহে মনুষ্যকুল-
নীরবে, নিভৃতে রহি, ইহা কোন ভুল?
ছায়া দিয়ে, ফল দিয়ে, রাখি প্রীত তবে-
মায়াময় পরিবেশ, ভরা থাক ভবে।
যে কোন সুযোগেই, কর্তিত হই-
তোমাদের কর্মকান্ডে, সন্ত্রস্ত রই।
কবে হবে তোমাদের, পরিমিত জ্ঞান-
সেই দিন আমাদের, হবে পরিত্রাণ।
হাকিকুর রহমান
অরণ্য ফুকারি কহে, ওহে মনুষ্যকুল-
নীরবে, নিভৃতে রহি, ইহা কোন ভুল?
ছায়া দিয়ে, ফল দিয়ে, রাখি প্রীত তবে-
মায়াময় পরিবেশ, ভরা থাক ভবে।
যে কোন সুযোগেই, কর্তিত হই-
তোমাদের কর্মকান্ডে, সন্ত্রস্ত রই।
কবে হবে তোমাদের, পরিমিত জ্ঞান-
সেই দিন আমাদের, হবে পরিত্রাণ।
No comments:
Post a Comment