ভালোবাসা
হাকিকুর রহমান
দুলকি আর মুলকির রয়েছে প্রমাণ,
দুজনায় লড়ে যায় সমানে সমান।
দুলকি ছিল দোহে অতিশয় দ্রুত,
দুজনায় ছিল তেজী লোকমুখে শ্রুত।
মুলকিকে চুরি করে ছোটে তস্কর,
কায়াসের কাছে তাহা লাগে দুষ্কর।
দুলকিকে লয়ে ছোটে তাহাদের পিছে,
তস্কর তৎপর তবু হারে মিছে।
চিৎকারে কায়াস কহে, ওহে হতভাগা
বাঁ কান ধরে টান, তাতে হবে জাগা।
নিমেষেই মুলকি হলোযে উধাও,
ভালোবাসা তাহে কয়, তাহা দেখে নাও।
হাকিকুর রহমান
দুলকি আর মুলকির রয়েছে প্রমাণ,
দুজনায় লড়ে যায় সমানে সমান।
দুলকি ছিল দোহে অতিশয় দ্রুত,
দুজনায় ছিল তেজী লোকমুখে শ্রুত।
মুলকিকে চুরি করে ছোটে তস্কর,
কায়াসের কাছে তাহা লাগে দুষ্কর।
দুলকিকে লয়ে ছোটে তাহাদের পিছে,
তস্কর তৎপর তবু হারে মিছে।
চিৎকারে কায়াস কহে, ওহে হতভাগা
বাঁ কান ধরে টান, তাতে হবে জাগা।
নিমেষেই মুলকি হলোযে উধাও,
ভালোবাসা তাহে কয়, তাহা দেখে নাও।
No comments:
Post a Comment