কৃতঘ্ন
হাকিকুর রহমান
কুড়ালের দুঃখ, নাহি তার হাতা,
কাছে কিনারে হেরিয়া এক বৃক্ষ,
কহে, ওহে মোর ত্রাতা।
গদগদ কন্ঠে কহিল,
প্রদান করিবে কি একটি শুকনো ডাল,
তাহা হইলেই কর্মক্ষম হইতে পারি,
ফিরিয়া পাইবো ফের তাল।
বৃক্ষের বিশাল চিত্ত,
কহিল, লও হে ইহাকে,
প্রদান করিলাম তব কর্মের নিমিত্ত।
সম্পূর্ণ হইয়া কুড়াল-
কাটিতে শুরু করিল বৃক্ষের গোড়া,
উপকারীর উপকার স্বীকার করিবার
আছে কি প্রয়োজন থোড়া!
হাকিকুর রহমান
কুড়ালের দুঃখ, নাহি তার হাতা,
কাছে কিনারে হেরিয়া এক বৃক্ষ,
কহে, ওহে মোর ত্রাতা।
গদগদ কন্ঠে কহিল,
প্রদান করিবে কি একটি শুকনো ডাল,
তাহা হইলেই কর্মক্ষম হইতে পারি,
ফিরিয়া পাইবো ফের তাল।
বৃক্ষের বিশাল চিত্ত,
কহিল, লও হে ইহাকে,
প্রদান করিলাম তব কর্মের নিমিত্ত।
সম্পূর্ণ হইয়া কুড়াল-
কাটিতে শুরু করিল বৃক্ষের গোড়া,
উপকারীর উপকার স্বীকার করিবার
আছে কি প্রয়োজন থোড়া!
No comments:
Post a Comment