অতীত
হাকিকুর রহমান
অনাদিকালের পানে চেয়ে রই,
ঘটমান অতীতের সাথে কথা কই।
স্তব্ধতাই করিছে সেথা বিরাজ,
নশ্বর জীবনের পাতায় পাতায় কতই না কারুকাজ।
যুগ যুগান্ত মিশে যায় পলে পলে,
থেমে থাকা পদচিহ্ন খুঁজি হৃদয়ের সাগর তলে।
চেতনার ধারা এসে যায় মিশে,
নীরব কুলুকুলু রবে তালাস করা অন্য দিশে।
তরঙ্গহীন ভীষণ!
তবুও কেন জানি দুলে তরী,
হে অতীত,
তুমি কি কথা কও- সেই চিরচেনা সুর ধরি।
হাকিকুর রহমান
অনাদিকালের পানে চেয়ে রই,
ঘটমান অতীতের সাথে কথা কই।
স্তব্ধতাই করিছে সেথা বিরাজ,
নশ্বর জীবনের পাতায় পাতায় কতই না কারুকাজ।
যুগ যুগান্ত মিশে যায় পলে পলে,
থেমে থাকা পদচিহ্ন খুঁজি হৃদয়ের সাগর তলে।
চেতনার ধারা এসে যায় মিশে,
নীরব কুলুকুলু রবে তালাস করা অন্য দিশে।
তরঙ্গহীন ভীষণ!
তবুও কেন জানি দুলে তরী,
হে অতীত,
তুমি কি কথা কও- সেই চিরচেনা সুর ধরি।
No comments:
Post a Comment