Tuesday, February 25, 2020

ফুলেল শুভেচ্ছা
হাকিকুর রহমান

দুলে মালতীলতা ঐ দুলে,
অসম রাগীনি সব ভুলে।।
দুলে ব্রহ্মকমল আর স্বর্ণচাঁপা,
দুলে রুদ্রপলাশ আর কাঠালিচাঁপা।।
নীলকন্ঠ, শারঙ্গ আর বরুণ ফুলে,
দখীনা বাতাসে দেখো কুটজ দুলে।
সেনালু, যুথিকা আর সর্বজয়া,
রূপসী, ডাকুর, ছিটা বাড়ালো মায়া।
মেহেদী, আগর আর নীলাম্বরী,
বধারা, লুপিন দুলে চিত্ত হরি।
দুলে সন্ধ্যামালতী ঐ দুলে,
কানন ভরেছে কামিনী ফুলে।।

No comments:

Post a Comment