Tuesday, February 25, 2020

অগ্রহায়ণ
হাকিকুর রহমান

কার্তিক কহে অগ্রহায়ণকে, ওহে অগ্রহায়ণ
আমিওতো তোমারি মতো, একটি মাস-
তবে তোমারে কেন সকলেই, করে এতভাবে গ্রহণ?
অগ্রহায়ণ স্মিত হাসে,
কহে জানোনাকো ভ্রাতা,
এই মাসে ভরে কৃষকের গোলা নবান্নের ধানে,
তাই তারা মোরে এত ভালোবাসে।

No comments:

Post a Comment