অভিমান
হাকিকুর রহমান
সেই চিরচেনা সুর ধরে, গাহিতে চেয়েছিনু গান-
স্মৃতির আঙিনা ঘিরে, আঁকিতে চেয়েছিনু মুখছবি কার,
ভরাতে চেয়েছিনু প্রাণ।।
শুধুই পথ চেয়ে থাকা, অস্ফুট স্বরে ডাকা-
নিঠুর বিলাপ কাঁদিয়া ফিরিছে,
চাওয়া-পাওয়ার হবেকি তবে অবসান।।
বাঁধন ছিড়িলো পিছে, সাধন লাগিলো মিছে-
ছায়াপথ ঘিরে আঁধার নামিছে,
ভাঙ্গিলোনা তো আর অভিমান।।
হাকিকুর রহমান
সেই চিরচেনা সুর ধরে, গাহিতে চেয়েছিনু গান-
স্মৃতির আঙিনা ঘিরে, আঁকিতে চেয়েছিনু মুখছবি কার,
ভরাতে চেয়েছিনু প্রাণ।।
শুধুই পথ চেয়ে থাকা, অস্ফুট স্বরে ডাকা-
নিঠুর বিলাপ কাঁদিয়া ফিরিছে,
চাওয়া-পাওয়ার হবেকি তবে অবসান।।
বাঁধন ছিড়িলো পিছে, সাধন লাগিলো মিছে-
ছায়াপথ ঘিরে আঁধার নামিছে,
ভাঙ্গিলোনা তো আর অভিমান।।
No comments:
Post a Comment