Tuesday, February 25, 2020

রোপা ধান
হাকিকুর রহমান

মাঠে উঠে রোপা ধান
দেখে জুড়ায় চাষীর প্রাণ।
জৈষ্ঠ-আষাঢ়ে বীজ বুনে
চাষী বসে দিন গুনে।
শ্রাবন-ভাদ্রে করে রোপন
গুনে গুনে করে দিন যাপন।
অগ্রহায়ন-পৌষে কাটে ধান
ছায়ায় বসে গায়যে গান।
এমনিভাবে বছর যায়
চাষীর নাগাল আরকে পায়।

No comments:

Post a Comment