প্রয়োজন
হাকিকুর রহমান
রজনী ডাকিয়া কহে, ওহে দিবাকর-
রাঙাও ধরিত্রীকে, কিযে মনোহর।
আমিতো আড়াল করি, দিবসের আলো-
চাঁদ-তারা বিনে আমি, অতিশয় কালো।
দিবাকর হাসি কহে, মিত্র তুমি-
স্বস্তি ছড়াও তোহে, পূন্য ভূমি।
ধরণীতে উভয়েরই, আছে প্রয়োজন-
দিবস-রজনী মিলে, যত আয়োজন।
হাকিকুর রহমান
রজনী ডাকিয়া কহে, ওহে দিবাকর-
রাঙাও ধরিত্রীকে, কিযে মনোহর।
আমিতো আড়াল করি, দিবসের আলো-
চাঁদ-তারা বিনে আমি, অতিশয় কালো।
দিবাকর হাসি কহে, মিত্র তুমি-
স্বস্তি ছড়াও তোহে, পূন্য ভূমি।
ধরণীতে উভয়েরই, আছে প্রয়োজন-
দিবস-রজনী মিলে, যত আয়োজন।
No comments:
Post a Comment