প্রকৃত সুখী
হাকিকুর রহমান
গগনের শশী কহে, আমাতেই আছে আলো-
প্রদীপের শিখা কহে, আমাতেই আছে আলো-
মোমবাতি জ্বলি কহে, আমাতেই আছে আলো-
নিওন বাতিটি কহে, আমাতেই আছে আলো-
তারাটি জাগিয়া কহে, আমাতেই আছে আলো-
মশাল হাঁকিয়া কহে, আমাতেই আছে আলো-
জোনাক কাশিয়া কহে, আমাতেই আছে আলো-
তপন হাসিয়া কহে, সকলেই রহো ভালো।
হাকিকুর রহমান
গগনের শশী কহে, আমাতেই আছে আলো-
প্রদীপের শিখা কহে, আমাতেই আছে আলো-
মোমবাতি জ্বলি কহে, আমাতেই আছে আলো-
নিওন বাতিটি কহে, আমাতেই আছে আলো-
তারাটি জাগিয়া কহে, আমাতেই আছে আলো-
মশাল হাঁকিয়া কহে, আমাতেই আছে আলো-
জোনাক কাশিয়া কহে, আমাতেই আছে আলো-
তপন হাসিয়া কহে, সকলেই রহো ভালো।
No comments:
Post a Comment