চেতনা
হাকিকুর রহমান
অভিধান ঘাটি ঘাটি,
সাজাতে চেয়েছি জীবনটাকে, করে পরিপাটি।
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে,
প্রতিকুলতার উর্ধ্বে রয়েছি-
অনাচার সয়ে সয়ে।
হৃদয় রহিল অসন্তুষ্টিতে ভরে,
যদিওবা করেছি উৎসর্গ সকল কর্মকান্ডকে-
সকল সুপ্রসন্নতার তরে।
ব্যথিত হয়েছি আজি,
তবুও করিনি সন্ধি অন্যায়ের সাথে-
রেখেছি জীবনকে বাজি।
এভাবেই কাটিল কাল,
ধারনাগুলি সবই মতিভ্রমতায় ভুগিল-
অদৃষ্ট হইল মহাকাল।
হাকিকুর রহমান
অভিধান ঘাটি ঘাটি,
সাজাতে চেয়েছি জীবনটাকে, করে পরিপাটি।
প্রতিজ্ঞাবদ্ধ হয়ে,
প্রতিকুলতার উর্ধ্বে রয়েছি-
অনাচার সয়ে সয়ে।
হৃদয় রহিল অসন্তুষ্টিতে ভরে,
যদিওবা করেছি উৎসর্গ সকল কর্মকান্ডকে-
সকল সুপ্রসন্নতার তরে।
ব্যথিত হয়েছি আজি,
তবুও করিনি সন্ধি অন্যায়ের সাথে-
রেখেছি জীবনকে বাজি।
এভাবেই কাটিল কাল,
ধারনাগুলি সবই মতিভ্রমতায় ভুগিল-
অদৃষ্ট হইল মহাকাল।
No comments:
Post a Comment