Friday, February 7, 2020

আবহমান
হাকিকুর রহমান

ও বিবাগী, যাওযে হেঁটে
পথটি ভুলে,
উদাস মনে, গাওযে তুমি
কি সুর তুলে।।
নীলকরবী, ফুটলো হোথা
বনের কোণে,
নীরদগুলো, ভাসলো হেসে
দূর গগনে।
গাঁয়ের বঁধু, যায়যে ধীরে
পুকুর পাড়ে,
পায়ের নূপুর, ঝুমুর ঝুমুর
দৃষ্টি কাড়ে।
রাখাল ছেলে, বাজায় বাঁশি
গাছের ছায়ে,
আলসি ঝেড়ে, ঘাটের মাঝী
উঠলো নায়ে।
বনপাপিয়া, ডাকছে শাখে
"চোখ গেলো",
ভর দুপুরে, নীবিড় বায়ে
তন্দ্রা এলো।

No comments:

Post a Comment