দিনগুলি
হাকিকুর রহমান
দিনগুলি মোর হারিয়ে গেলো
ভরা নদীর বাঁকে
দিনগুলি মোর হারিয়ে গেলো
ঝরা পাতার শাখে।
দিনগুলি মোর হারিয়ে গেলো
বরোষার জলে
দিনগুলি মোর হারিয়ে গেলো
পান্থ পাখির দলে।
দিনগুলি মোর হারিয়ে গেলো
সাঁঝের আকাশে
দিনগুলি মোর হারিয়ে গেলো
রাতের বাতাসে।
No comments:
Post a Comment