জীবন নদী
হাকিকুর রহমান
------------
ঘড়ি-ঘন্টা ধরে কি আর
জীবনের গতিবিধি মাপা যায়
সেতো এক নদীর মতো
কখনো সোজা, কখনো বাঁকায়।
ভরা বরষায় নদী যেমন
দুকুল ছাপিয়ে দেয়
ভরা যৌবনে জীবন তেমন
উচ্ছাস রাঙিয়ে নেয়।
নদী যেমন কখনও খরস্রোতা
কখনও হয় শান্ত
জীবন তেমন কখনও বেপরোয়া
কখনও হয় ক্লান্ত।
নদী যেমন কতপথ ঘুরে
ছুটে চলে সাগরে
জীবনকে তেমনি সবকিছু ছেড়ে
যেতে হবে নিজ ঘরে।
No comments:
Post a Comment