দূর্গাপূজা
হাকিকুর রহমান
ঢ্যাম কুড়কুড়, ঢ্যাম কুড়কুড়
বাজছে পুজোর ঢোল
দুর্গাদেবীর আগমনে
তুলছে সবাই বোল।
ছেলেমেয়ে, ছোটবড়ো
গাইছে সুরে গান
ঢাঁকের তালে, ঢোল-ডগরে
বাড়িয়ে ঐক্যতান।
দেবী আসলেন ঘোড়ায় চড়ে
যাবেন দেবী দোলায় করে
আসুক প্রানে প্রসন্নতা
থাকুক সবার মনটা ভরে।
মঠে মঠে চলছে পুজো
চলছে দেবীর আরাধনা
ধরায় আসুক সুখ-শান্তি
ছড়াক তাতে আলোকনা।
No comments:
Post a Comment