Thursday, August 22, 2019

ফুলেল শুভেচ্ছা
হাকিকুর রহমান

বেনুবনে আজ ফুটেছে বকুল
ফুটেছে আরও পারিজাত ফুল।
শিউলি, জবা, চামেলী, বেলী
দখীনা বায়ে করিছে কেলি।
রজনীগন্ধা, হাসনাহেনা
সুবাসে তাদের যায়যে চেনা।
হলুদ গাঁদা আর সুর্যমূখী
দেখে মনে হয় কতযে সুখী।
কৃষ্নচুড়ার ছায়ায় ছায়ায়
বৈশাখী রোদ ঢাঁকা পড়ে যায়।
চাঁপা, গোলাপ আর গন্ধরাজ
বাগানটাকে করে রাখে সাজ।
ফুটে কতো ফুল সারা বছর ধরে
এসোগো দেখি সবে নয়ন ভরে।

No comments:

Post a Comment