Thursday, August 22, 2019

বাংলাদেশ ক্রিকেট
হাকিকুর রহমান

মুশফিক-তামিমের অবদানে জিতলো সেদিন বাংলাদেশ
তামিমের সাহসিকতার কথা বলে সেটা হয়না শেষ।
গ্যালারী ভর্তি দর্শকেরা উজাড় করে সমর্থন দিলো বিলিয়ে
তৈরি হলো জেতার পরিবেশ সবকিছু মিলিয়ে।
জিতলো এদিন বাংলাদেশ, "দ্য ফিজ"-এর জাদুকরী বলে
ভয়কি, ইমরুল-মাহমুদউল্লাহ খেলছে যখন দলে।
আবার জয়ে "দ্য ফিজ" গড়লো নতুন ইতিহাস
মাশরাফি সেরা ক্যাচে ফেরালো জেতার আত্মবিশ্বাস।
যতই থাকুক উত্তেজনা, থাকুক স্নায়ুর চাপ
ভালো খেলে জিততে হবে, এবার এশিয়া কাপ।

No comments:

Post a Comment