Saturday, August 17, 2019

হারানো সুর 
হাকিকুর রহমান
--------------
গানে আর যেনো নেই সে সুর
কবে কোথায় হারিয়ে গেছে
স্মৃতি তবু তার তাড়া করে ফিরে
খোজাটাই শুধু হয়যে মিছে।
পথো চলিতে, কথা বলিতে
ছিল চিরচেনা সেই সুর
ভাবনার মাঝে, প্রতিদিনের কাজে
হৃদয় করে দিতো ভরপুর।
কোন অজানায়, নিলো সেযে ঠাই
বসে আমি ভাবি আজ
যত করি চেষ্টা, যত প্রচেষ্টা
লাগেনা মনে কোন কাজ।
সুর হারা দিন, অন্তবিহীন
শেষ যে হয়না আর
তবু আশা ঘিরে, বসে আছি তীরে
করে যাই পারাপার।

No comments:

Post a Comment