ভুল
হাকিকুর রহমান
এই ক্ষন, ঐ ক্ষন
প্রতিক্ষন জুড়ে
ভুল শুধু করে যাই
পিছনে না ফিরে।
এক ভুল করে আবার চলি
অন্য ভুলের পথে
জীবনটাতো শেষই হলো
ভুলের খেসারতে।
যতই আমি দিচ্ছি পাড়ি
ভুলের বোঝায় ভরছে গাড়ি
গাড়িতে তো জায়গা নাই
হয়ে গেছে ভুলে বোঝাই।
(অসমাপ্ত)
No comments:
Post a Comment