কাজলা মেয়ে
হাকিকুর রহমান
---------------
কুসুমপুরের কাজলা মেয়ে, দেখেছোকি তাকে
যায়না দেখা তাকে তো আর, ইছাপুরার বাঁকে।
চলন ছিলো বনহরিণী, মুখে ছিলো হাসি
বারে বারে তাই মনে হয়, তারে দেখে আসি।
দুষ্টুমিতে ছিলো পটু, শুনতোনাতো মানা
এমনি করে শেষ হবেযে, ছিলোনাতো জানা।
শাপলা তোলার নাম করে সে, গেলো সেইযে বিলে
ফিরেনি আর ঘরে আজো, খুজলো সবাই মিলে।
ঐ মেয়েটির কথা কি আর, কেউ রেখেছে মনে
হবে কি আর দেখা সেকি, কাজলা মেয়ের সনে।
No comments:
Post a Comment