সঠিক পথ
হাকিকুর রহমান
------------
হাকিকুর রহমান
------------
সময় দেখে সঠিক পথে
ফেলতে হবে পা
এদিক ওদিক হলেই পরে
পিছলে যাবে তা।
ভুল পথে যদি পা পড়ে যায়
জীবনে একবার
অনেক কাঠখড় পোড়াতে হবে
সঠিক পথ পাবার।
একভুল থেকে অন্য ভুলে
করবে ছন্নছাড়া
সাধ্য তখন থাকবে না আর
সোজা হয়ে দাড়া।
তাইতো বলি ভেবে চিন্তে
সঠিক পথে যাও
জীবনে আনো সার্থকতা
মনে শান্তি পাও।
ফেলতে হবে পা
এদিক ওদিক হলেই পরে
পিছলে যাবে তা।
ভুল পথে যদি পা পড়ে যায়
জীবনে একবার
অনেক কাঠখড় পোড়াতে হবে
সঠিক পথ পাবার।
একভুল থেকে অন্য ভুলে
করবে ছন্নছাড়া
সাধ্য তখন থাকবে না আর
সোজা হয়ে দাড়া।
তাইতো বলি ভেবে চিন্তে
সঠিক পথে যাও
জীবনে আনো সার্থকতা
মনে শান্তি পাও।
No comments:
Post a Comment