Thursday, August 29, 2019


সময়
হাকিকুর রহমান

সময়ের স্রোতে ভাসে
স্মৃতিগুলি মোর
বসে আছি পথো চেয়ে
খুলে আঁখি ডোর।
কি আশায় কবে যেনো
বেঁধেছিনু ঘর
চারিদিকে দেখি আজ
ধুধু বালুচর।
মানেনাতো মন তাই
করে যায় আশা
সময়, সেতো বয়ে যায়
খরস্রোতে ভাসা।

No comments:

Post a Comment