Saturday, August 10, 2019


এ কি দেখছি!
হাকিকুর রহমান
---------------

আমি কিংকর্তব্যবিমূঢ়, দেখিয়া নৈতিকতার স্খলন
চারিদিকে দেখি শুধু অনাচার আর মানবতার অধঃপতন।
কে কাহারে করিছে হত্যা ছুরি দিয়ে কুপায়ে কুপায়ে
বাঁচার নেইকো কোন পথ, নেই কোন উপায়ে।
থেমে থাকা বাসের সামনে পার হওয়া অপরাধ
তাহলে সাক্ষাৎ মৃত্যু, রইবেনা বাঁচার সাধ।
হেটে যাওয়া পথচারীর উপর উঠিয়ে দিচ্ছে গাড়ী
জীবন নিয়ে কেউ যেতে পারবেনাকো আর বাড়ি।
বেপরোয়া ভাবে চালিয়ে খাঁদে পড়ছে যানবহন
নিরুপায়, অসহায় যাত্রীগণের করছে প্রানহরন।
এ মৃত্যুর মিছিল- থামবে কবে, কিভাবে?
স্বজন হারানো ক্রন্দন বইবে কি- সুষ্ঠ বিচারের অভাবে!
দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে, দৃষ্টি আকর্ষন করছি সর্বোচ্চ প্রশাসনের
দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি দিয়ে আস্থা আনুন জনগণের।

No comments:

Post a Comment