Thursday, August 15, 2019

আহ্বান 
হাকিকুর রহমান
=====
আর নয় ক্রন্দন, বন্ধু আমার
সোজা হয়ে দাড়াও
সমূখে পা বাড়াও
নেইকো সময় আর থামার।
পিছু যাগেছে সব চলে যাকনা
স্মৃতিগুলো সব পড়ে থাকনা
নতুন চেতনা নিয়ে
জাগার অনুপ্রেরনা দিয়ে
শুরু করো পথে চলা আবার।
বাঁধা যতোই আসবে আসুক
পিছু যেযাই যতই ডাকুক
নতুন ভরষা নিয়ে
হৃদয়ের গভীরে গিয়ে
চলো সামনে
নাইকো সময় আর পিছনে যাবার।

No comments:

Post a Comment