বাংলার রূপ
হাকিকুর রহমান
=========
হাকিকুর রহমান
=========
কতশত নদ-নদী বয়ে চলে যায়
ব-দ্বীপের মোহনার এই বাংলায়।
নয়নাভিরাম রূপ তার হেরি
ভালোবেসে কাছে যেতে সহেনাকো দেরী।
মাঠেমাঠে ভরে আছে সোনালী ধানে
দিকেদিকে মেতে থাকে চাষীর গানে।
বাগানেতে ভরে আছে আম্রমুকুল
দখীনার বায়ে বহে নদী কুলুকুল।
দুরে শুনি ঐ কোথা রাখালের বাঁশি
ছেলেমেয়ে খেলা করে মুখোরিত হাসি।
বেনুবনে ফুটে আছে চামেলী, বেলী
পানকৌড়ি, মাছরাঙা করে জলেতে কেলি।
গাছেগাছে শাখে শাখে পাখির কাকলি
দুরে ঐ ছায়াপটে ঢাঁকে গোধুলী।
বাংলার রূপ হেরি মুগ্ধ আমি
সুখানুভূতির জল আসে কপোলে নামি।
ব-দ্বীপের মোহনার এই বাংলায়।
নয়নাভিরাম রূপ তার হেরি
ভালোবেসে কাছে যেতে সহেনাকো দেরী।
মাঠেমাঠে ভরে আছে সোনালী ধানে
দিকেদিকে মেতে থাকে চাষীর গানে।
বাগানেতে ভরে আছে আম্রমুকুল
দখীনার বায়ে বহে নদী কুলুকুল।
দুরে শুনি ঐ কোথা রাখালের বাঁশি
ছেলেমেয়ে খেলা করে মুখোরিত হাসি।
বেনুবনে ফুটে আছে চামেলী, বেলী
পানকৌড়ি, মাছরাঙা করে জলেতে কেলি।
গাছেগাছে শাখে শাখে পাখির কাকলি
দুরে ঐ ছায়াপটে ঢাঁকে গোধুলী।
বাংলার রূপ হেরি মুগ্ধ আমি
সুখানুভূতির জল আসে কপোলে নামি।
No comments:
Post a Comment