Thursday, August 15, 2019

চন্দ্রগ্রহণ 
হাকিকুর রহমান
======
এ এক মহাজাগতিক দৃশ্য
কালে ভদ্রে এমন ঘটনা ঘটে
আর পরিলক্ষন করে সারা বিশ্ব।
পৃথিবী যখন পরিভ্রমন করে
চন্দ্র ও সুর্যের মাঝখানে এসে পড়ে
একে চন্দ্রগ্রহণ বলা হয়
পৃথিবীর এক প্রান্ত তখন
রক্তাভ জোছনায় ছেয়ে যায়।
ঘটনাচক্রে আজ রাতে হবে
এ শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ
এ দৃশ্য দেখে অভিভূত হই
আর স্রষ্টাকে করি স্মরণ।

No comments:

Post a Comment