Thursday, August 15, 2019

নিরাপদ সড়ক
হাকিকুর রহমান
=========

বেপরোয়া ভাবে গাড়ী চালানো
মোটেই সমীচীন নয়
সামনে পিছনে আসতে পারে বিপদ
পদে পদে থাকে ভয়।
ট্রাফিক আইন না মেনে
করলে গাড়ী চালনা
যে কোন সময় ঘটে যেতে পারে
বড় ধরনের দুর্ঘটনা।
ফিটনেস বিহীন গাড়ী, রাস্তায়
বের করা অপরাধ
নিজের জীবন বাজি রেখে তাই
কেনো নেওয়া অপবাদ।
সুস্থিরভাবে, সুন্দরভাবে
চালিয়ে সবাই গাড়ী
নিরাপদে আর নির্ভাবনায়
যাওয়া যাবে তবে বাড়ী।

No comments:

Post a Comment