Thursday, August 15, 2019

শিক্ষা 
হাকিকুর রহমান
====
লেখাপড়ায়, এসো সবাই
মেধার বিকাশ ঘটাই।
মুখস্ত করে পড়াশোনায়
ঘাটতি থেকে যায়।
পাঠ্যসূচীতে থাকতে হবে
মেধা বিকাশের কৌশল
শিক্ষার্থীরা শিক্ষা নিয়ে
জীবনে হবে সফল।
তরুনদেরকে দিতে হবে
কারিগরি শিক্ষা
লাগবে যেটা দেশের কাজে
নিতে হবে দিক্ষা।
উন্নত জাতি গড়তে হলে
জ্ঞানের বিকল্প নাই
সেই পথের দিকে পা বাড়ানো
তাড়াতাড়ি তাই।

No comments:

Post a Comment