বিশ্বকাপ ফুটবল-২
হাকিকুর রহমান
===========
হাকিকুর রহমান
===========
তিল ধারণের জায়গা নাই
বিশ্বকাপের খেলা তাই
বিশ্বজুড়ে কোটি লোক
টিভির দিকে রাখছে চোখ
দর্শকেরা গ্যালারীতে করছে উচ্ছাস
তাদের দেয়া হর্ষধ্বনি বাড়াচ্ছে আত্মবিশ্বাস
চলছে খেলা খেলার মাঠে
বাড়ছে চাপ পথে ঘাটে
কারোও চোখে জলের ধারা
হচ্ছেবা কেই আত্মহারা
কেউবা পাবে সোনার জুতো
কেউবা আবার খাচ্ছে গুতো
গতি, শক্তি, মনোবল
শিরপা পাবে সেই দল
এই পৃথিবীর মিলনমেলা
চলুক বিশ্বকাপের খেলা।
বিশ্বকাপের খেলা তাই
বিশ্বজুড়ে কোটি লোক
টিভির দিকে রাখছে চোখ
দর্শকেরা গ্যালারীতে করছে উচ্ছাস
তাদের দেয়া হর্ষধ্বনি বাড়াচ্ছে আত্মবিশ্বাস
চলছে খেলা খেলার মাঠে
বাড়ছে চাপ পথে ঘাটে
কারোও চোখে জলের ধারা
হচ্ছেবা কেই আত্মহারা
কেউবা পাবে সোনার জুতো
কেউবা আবার খাচ্ছে গুতো
গতি, শক্তি, মনোবল
শিরপা পাবে সেই দল
এই পৃথিবীর মিলনমেলা
চলুক বিশ্বকাপের খেলা।
No comments:
Post a Comment