Thursday, August 15, 2019

বিশ্বকাপ ফুটবল -১
হাকিকুর রহমান
===========
প্রতি রাতে চোখ পড়ছে টিভির পর্দায়
সবাই মিলে যোগ দিয়েছে বিশ্বকাপের খেলায়।
চলছে খেলা রাশিয়াতে দেখছে বিশ্ববাসী
কারও চোখে দুঃখের ছাপ কারও চোখে হাসি।
রেফারীও এই খেলাতে যাচ্ছে মেনে হার
যদিওবা যোগ হয়েছে নতুন ভি.এ.আর.
জিতবে কে আর হারবে কে যাচ্ছে নাকো বলা
অনিশ্চয়তায় ভরে থাকা চলছে এবার খেলা।

No comments:

Post a Comment