অপেক্ষা
হাকিকুর রহমান
--------
যে বাঁশি বাজবে বলে
বসে ছিলাম আগল খুলে
সে বাঁশি বাজলোনাতো আর।
যে সুরে গান শুনাবো
ভেবেছিলাম হৃদয় কোনে
সে সুরে গাওয়াতো হলোনা আর।
যে ছবি আঁকবো বলে
ধরেছিলাম রংতুলি
সে ছবি আঁকাতো হলোনা আর।
যে পথে চলবো বলে
বেরিয়েছিলাম দুয়ার থেকে
সে পথে চলা সেতো গেলোনা আর।
যে রঙে রাঙবো বলে
সেজেছিলাম কবে থেকে
সে রঙে রাঙানো মন হলোনা আর।
No comments:
Post a Comment